মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
”স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতি-পাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
উপজেলা রাজস্ব প্রশাসন-এর আয়োজনে আজ রোববার দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে কর্মসূচীর শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, সহকারী ভূমি কর্মকর্তা মোখলেদা খাতুন মিম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপস্থিত ছিলেন।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনগণকে সম্পৃক্ত করা, স¥ার্ট ভূমি সেবা মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে এই কর্মসূচীর মূল লক্ষ্য বলে জানানো হয় ওই সভা থেকে। ২২শে থেকে শুরু হয়ে আগামী ২৮শে মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এসময় অনলাইনের মাধ্যমে কয়েকজন আবেদনকারীকে তাদের ভূমি খারিজ ও খতিয়ানের কপি প্রদান করা হয়।
এমআই