এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদযোগে বিক্ষোভ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় শহরের আলীপুর শেখ রাসেল স্কায়ার হতে একটি বিক্ষোভ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার,যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় বক্তরা জামাত-বিএনপির নেতাকর্মীদের হুশিয়ারী করে বলেন, আন্দোলনের নামে জ্বালাও -পোড়াও অনেক সহ্য করা হয়েছে, আর নয়। এখন থেকে বিএনপির সকল আন্দোলন রাজপথে থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।
এমআই