সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ নব ঘোষিত কমিটিতে ইংরেজি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী হাসিব সোহেল-কে সভাপতি ও অর্থনীতি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মনি নাসরীন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা জাবির শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এস.এম সাদাত হোসেন। এসময় সংগঠনটির প্রাক্তন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জয়, সভাপতি মাহমুদুল হাফিজ, বিদয়ী সভাপতি হুমায়ূন কবির রাসেল, সাধারণ সম্পাদক এ.এস.এম মোস্তফা মনোয়ার সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে নাসির মোস্তাকিম,আবরার আবিদ,আয়েশা সিদ্দিকা, আব্দুস সাত্তার, ফাহমিদা শান্তা, রিফা জাকিয়া মুমু, তৌহিদুর সাদিক, তৌহিদ, তন্ময় তপু, মোঃ রাসেল, রবিউল ইসলাম, হাসান আল মামুন, মাইদুল ইসলাম, জয়দেব ও সাবিহা মাহবুবা মনোনীত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীর আরিফ হোসাইন, তহুরা তুলির, মোঃ সৈকত, মেহেদি মামুন, রাকিবুল ইসলাম, মুরাদ হাসান, শিমুল হক পিয়াস, মিতা কলমদার, শিউলি সরকার, ইমন ইসলাম, গুলশানারা আফরোজ অতসী, মৌরি রহমান, সানজিদা শ্রুতি, নুরাইয়া ইসলাম, সুমাইয়া আক্তার রুমা, নিয়াজ মোঃ আরাফাত ও জায়েদ জয়কে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্য পদে মোট ১৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি হাসিব সোহেল বলেন, আমরা জাবিতে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সার্বিক উন্নতি নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের শেকড় নিয়ে কাজ করতে চাই। আমাদের জন্মভূমির সাধারণ মানুষের উন্নতি ও বিকাশে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এমআই