সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুইজ সোস্যাইটির উদ্যোগে "নজরুল কুইজ - ২০২৩" অনুষ্ঠিত হবে আজ।
আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নং গ্যালারিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জন্যে কুইজের রেজিস্ট্রেশন ফ্রি। প্রতিযোগীতায় বিজয়ী প্রথম তিন জনকে পুরস্কৃত করা হবে।
কুইজ প্রতিযোগিতার আহবায়ক ওয়াসিফ ফুয়াদ বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধি এবং নিজেদেরকে আরো সচেতন ও গতিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞানচর্চার বিকল্প নেই। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে আমরা ক্যাম্পাসের কিছু তরুণ ও বর্তমান শিক্ষার্থী সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় আসন্ন নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা 'নজরুল জয়ন্তী কুইজ প্রতিযোগিতা' আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। যেখানে ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আশা করছি।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে কুইজ সোস্যাইটির সাপ্তাহিক সেশন অনুষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটির নবীন সদস্য গ্রহণ কর্মসূচি চলছে।
সময় জার্নাল/এলআর