মুকবুল হোসেন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে পাখির মোড় এলাকায় 'মানবতার সেবায় হাইওয়ে পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে মহাসড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে এই সামগ্রী বিতরণ করা হয় ।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহনের ১০০ চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, নারায়ণগঞ্জ সার্কেল, গাজীপুর রিজিওন, গাজীপুর, অমিত সূত্রধর, এসআই খাইরুল বাশার সহ ভবেরচর পুলিশ ফাঁড়ি কর্মরত সঙ্গীয় ফোর্স ।
সময় জার্নাল/এমআই