শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৭ বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা ইউনিভার্সিটি সাইক্লিস্ট সংগঠনের ১৭.১৭ কিলোমিটার সাইকেল রাইড আয়োজিত।
রবিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর পূর্তিকে ভিন্ন ভাবে উদযাপন করার লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি সাইক্লিস্ট সংগঠন কর্তৃক ৮ জন সদস্য নিয়ে ১৭.১৭ কিলোমিটার সাইকেল রাইডের আয়োজন করা হয়।
রাইডটি বিকাল ৪ টায় ক্যাম্পাস গেট থেকে শুরু হয়ে ম্যাজিক প্যারাডাইজ সংলগ্ন পি এন টি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা হলেন জুবায়দা ফৌজিয়া নদী, শরীফুল ইসলাম, আবু শামা, মোহাম্মদ হৃদয়, মাশাহেদ, ফরহাদ হোসেন, সেলিম রেজা এবং জাহিদুল ইসলাম। এদের মধ্যে ৭ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন সংগঠনের সদস্য।
এ বিষয়ে সিওইউ সাইক্লিস্ট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় জানান, "কুবি আমাদের আবেগ, আমাদের সেকেন্ড হোম। প্রানের বিদ্যাপীঠ নিয়ে সবসময়ই আমাদের একটু বেশি ভালোবাসা কাজ করে। সিওইউ সাইক্লিস্ট সবসময়ই কুবির শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, সাইক্লিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে নিয়মিত। কুবির ১৭ বছর পূর্তির বিষয়টি মাথায় রেখে আমরা ১৭.১৭ এই রাইডটি কুবিকে উৎসর্গ করেছি।"
এমআই