খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামুর ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া এবং জন্মগত হৃদরোগীদের মাঝে অর্থ সহায়তার চেক ও শিশু সুরক্ষা স্বেচ্ছাসেবীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (৩০ মে) বেলা ১২টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
“শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে” এ প্রতিপাদ্যে রামু উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক আবুল কাশেম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া। অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে কিডনী রোগে আক্রান্ত আরাফাত অনুভূতি ব্যক্ত করেন।
রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব জানান, অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া এবং জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৬ জন রোগীকে প্রত্যেককে ২০২২-২৩ অর্থ বছরের প্রথম কিস্তির ৫০ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষায় নিয়োজিত ৪১ জন স্বেচ্ছাসেবককেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আল গালিব আরও জানান, রামু উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া এবং জন্মগত হৃদরোগীদের ৯৬টি আবেদন জেলায় জমা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম কিস্তিতে ২৬ জনকে সহায়তার চেক বিতরণ করা হলো। অবশিষ্ট রোগীদের সহায়তার চেক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর-এ আলম মজুমদার, রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইউনুচ রানা চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর