বিনোদন ডেস্ক : এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শনিবার কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
কঙ্গনা ইনস্টাগ্রামে লেখেন, 'বেশ কয়েকদিন ধরেই দুর্বলতা অনুভব করছিলাম। আমার চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে যাওয়ার আগে কোভিড টেস্ট করিয়েছিলাম। আজ রিপোর্ট পজিটিভ এসেছে।'
নিজের ইনস্টাগ্রামে তিনি আরো লিখেছেন, 'আমি তো জানতামই না ভাইরাসটা আমার দেহে পার্টি করছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব। একইসঙ্গে করোনার সংযোজন, এটা এমন কিছুই নয়। একটা সাধারণ ফ্লু। তাই আপনারা যত ভয় পাবেন, এটা আপনাদের তত ভয় পাওয়াবে।’
সংবাদমাধ্যম করোনাভাইরাস নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেন কঙ্গনা। এই ভাইরাসকে অযথা হাইলাইট করার জন্যই মানুষ আতঙ্কিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একের পর এক বির্তকিত মন্তব্যের জেরে টুইটার থেকে আজীবনের মতো নির্বাসিত হন কঙ্গনা, কিন্তু তাতেও বন্ধ হয়নি তার বিস্ফোরক পোস্ট। তবে টুইটার বন্ধ হলেও এবার হাতিয়ার হিসেবে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন তিনি।
সময় জার্নাল/এসএ