বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সিসিডিবিতে বৃক্ষ বিতরণ ও চিত্রাংকন রচনা প্রতিযোগিতা

মঙ্গলবার, জুন ৬, ২০২৩
সিসিডিবিতে বৃক্ষ বিতরণ ও চিত্রাংকন রচনা প্রতিযোগিতা

এস এম জহিরুল ইসলাম,গাজীপুর: 

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি-ক্লাইমেট সেন্টার।

গত সোমবার (৫ জুন) উপজেলার উত্তর পেলাইদ এলাকার সিসিডিবিতে প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ‘পরিবেশ নিয়ে যেমন ইচ্ছে তেমন’ চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছাত্র ছাত্রীদের বিষয়বস্তু ছিল পরিবেশ দূষণ ও এর প্রভাব। 

বিজয়ীদের বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা শেষে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, সিসিডিবি ক্লাইমেট সেন্টারের অ্যাক্টিং কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান খান,এ্যাডাপটেশন টেকনোলজির ম্যানেজার মো: কামাল হোসেন,এ্যাডমিন এন্ড লজিস্টিক অফিসার মো: আলমাস হোসাইন, সংবাদকর্মী এস এম জহিরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজেশন অফিসার মোঃ সুজন শেখসহ সিসিডিবি-ক্লাইমেট সেন্টারের অন্যান্য কর্মকর্তারা।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল