সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের উপর হামলায় জড়িতদের শনাক্ত করে রাষ্ট্রীয় আইনে মামলার দাবিতে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা৷
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, প্রত্যয় তার দাবির প্রেক্ষিতে হল প্রভোস্টকে ৩০ দিনের সময় দিয়েছে। দাবি আদায় না হলে প্রভোস্ট পদত্যাগ করবেন মর্মে স্বাক্ষর করেছেন। আমরা দীর্ঘদিন ধরে গণরুম-গেস্টরুম অনাচারের বিরুদ্ধে, সিট সংকট এবং বৈধ শিক্ষার্থীদের প্রাপ্য সিটের দাবিতে আন্দোলন করে আসছি। এজন্য প্রত্যয়ের দাবির সাথে আমাদের পূর্ণ সমর্থন ছিল।'
তারা আরো বলেন, গত ৬ জুন অনশনরত প্রত্যয় এবং তার সাথে অবস্থানরত শিক্ষার্থীদের উপর আক্রমণ, নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং সাংস্কৃতিক জোট সভাপতি সৌমিক বাগচীর উপর হামলা হয়। এ প্রেক্ষিতে ডিসিপ্লিনারি কমিটির মিটিং শেষে প্রশাসনের আশ্বাসে আমরা আশ্বস্ত নই। প্রভোস্ট কমিটির সভাপতি নাজমুল হোসেন তালুকদার অনশনরত শিক্ষার্থী সম্পর্কে যে অসম্মানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই। অনশনরত প্রতায় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানো এবং পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, প্রক্টরের ভার দায়িত্বের প্রতি চরম অবহেলাই প্রমাণ করে।'
এসময় দুই দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো প্রত্যয়ের দেওয়া ৩০ দিনের সময়সীমার মধ্যে মীর মশাররফ হলসহ সকল হলের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উৎখাত করে গণরুম-গেস্টরুম প্রথা বাতিল করতে হবে। আগামী সোমবার অর্থাৎ ১২ জুন এর মধ্যে হামলাকারী ছাত্রদের সনাক্ত করে বহিষ্কার করতে হবে। একইসাথে হামলাকারী মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করতে হবে।
এসময় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, গণরুম ব্যবস্থার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছি। প্রত্যয়ের দাবি আমাদের দাবির সাথে সঙ্গতু পূর্ণ হওয়ায় আমরা তাকে সমর্থন জানিয়েছি। তবে আপাতত আমাদের প্রায়োরিটি গণরুম ব্যবস্থা নিরসন। তাই আমরা প্রক্টর, প্রভোস্টের পদত্যাগের দাবি থেকে সরে এসেছি৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায়, সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, সহ সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন ও কার্যকরী সম্পাদক সীমান্ত বর্ধন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণরুম বিলুপ্তি ও অবৈধ ছাত্রদের হল ছাড়াসহ তিন দফা দাবিতে টানা আট দিন অনশনের পর আজ বৃহস্পতিবার সকালে প্রশাসনের লিখিত আশ্বাসে অনশন ভাঙেন সামিউল ইসলাম প্রত্যয়।
সময় জার্নাল/এলআর