বিনোদন ডেস্ক:
এবার নীতিশ পাওয়ার নতুনভাবে রামায়ণ করছেন এবং সেই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় আলিয়া ভাট চুক্তিবদ্ধ হচ্ছেন শুনে ফুঁসে উঠলেন কঙ্গনা।
সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, রামের ভূমিকায় অভিনয়ের জন্য এই সাদা ইঁদুরটার থেকে আর ভালো কাউকে কি পাওয়া যেত না? রণবীর কাপুরকে শুধু সাদা ইঁদুরই বলেননি কঙ্গনা।
বলিউডের খান এবং কাপুরদের বিষয়ে তিনি কোনো দিনই সদয় নয়। খান-কাপুররা কিভাবে বলিউডের সর্বনাশ করছেন সেই বিষয়ে প্রায় প্রায়ই বিস্ফোরক হন কঙ্গনা রানাউত।
বলেছেন, ভগবান রামের ভূমিকায় একজন মদ্যপ, নারী লোলুপকে ভাবা যায়? তিনি রণবীর কাপুরের পি আর এজেন্সিকে দিয়ে নানা অবাঞ্ছিত কাজের কথাও বলেছেন। এই ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণের অভিনেতা যশ। কঙ্গনা বলেছেন, তাঁকেই রামের ভূমিকায় ভালো মানাতো।
আলিয়া ভাটের সীতা সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা। বলেছেন, গঙ্গুবাই তাহলে সীতা? সীতার সাধধি ভাবের সঙ্গে গাঙ্গুবাই মানানসই হবে কি? তবে, কঙ্গনার রাগ বেশি রণবীর কাপুরের ওপর। লিখেছেন- শুনেছি শিবের ভূমিকায় অভিনয় করেছেন। এখন আবার রাম হওয়ার সাধ হয়েছে।
সময় জার্নাল/এলআর