তিতুমীর কলেজ প্রতিনিধি:
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অনলাইন ফি জমাদান প্রকৃয়ায় যুক্ত হল উপায়। এখন থেকে উপায় এর মাধ্যমে অল্প চার্জের বিনিময়ে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি, ফরম পূরণ, সেশন চার্জ ইত্যাদি জমা দিতে পারবে।
এ সংক্রান্ত সরকারি তিতুমীর কলেজ ও ইউসিবি ফিন্টেক কোম্পানি লিমিটেড (ব্রান্ড নাম 'উপায়') এর সাথে সোমবার অনলাইন ফি কালেকশন বিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
সরকারি তিতুমীর কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এবং উপায় এর পক্ষে চীফ কমার্শিয়াল অফিসার মো. জিয়াউর রহমান আজ সকালে এ চুক্তি স্বাক্ষর করেন।
তিতুমীর কলেজ ও উপায় এর চুক্তি স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূটানের প্রাক্তন এম্বাসেডর ও উপায়' এর উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী।
কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম, উপায় এর উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী, চীফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, সরকারি তিতুমীর কলেজের ডিজিটাল ও অটোমেশন কমিটির আহ্বায়ক এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো. সালাহউদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ফি কালেকশনের জন্য ইতোমধ্যে বিকাশ, রকেট, নগদ ও সোনালী ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি রয়েছে। উপায় সংযুক্তরি ফলে ছাত্র-ছাত্রীরা আরো একটি পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ পেল।
এমআই