সময় জার্নাল ডেস্ক:
ঈদ উল আযহা উপলক্ষে টিকেআইএসডি এবং সাবাহ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে।
আজ ১৭ই জুন, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাবাহ বাংলাদেশে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালার বিশেষ আকর্ষণ শেফ টনি খান উপস্থিত থাকবেন।
কর্মশালায় থাকছে:
কোরবানীর সময় পরিচ্ছন্নতা
গোসত সংরক্ষণের নিয়মাবলী
মজার মজার রেসিপি:
-গরুর কালো ভূনা
- বীফ বার্গার
- খাসির লেগ রোস্ট
- সালাদ
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার ও টিকেআইএসডি-তে বৃত্তির সুযোগ। মিডিয়া পার্টনার সময় জার্নাল।
সাবাহ বাংলাদেশের ঠিকানা
বাড়ী - ২৩২, রোড - বি৩, পল্লবী এক্সটেনশন (সেকেন্ড ফেজ), ঢাকা ১২১৬।
যোগাযোগ: ০১৮১০১২২০১২।
সময় জার্নাল/এলআর