নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও শহীদ বাকি স্মৃতি পাঠাগারে চলছে পাঠকদের বই পাঠে উদ্বুদ্ধ করতে পাঠক সেবামাস। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে আয়োজিত হয়েছে পাঠকদের জন্য দেশীয় ফল চেনা ও ফুলের শোনার বিশেষ অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুব, উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাখাওয়াত হোসেন শওকত, পল্লিমা সংসদের সাধারণ সম্পাদক এরশাদ মনসুর, পল্লীমা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বাকী স্মৃতি পাঠাগারের চেয়ারম্যান আনিসুর রহমান লিটন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, প্রতিটি পরিবারের দায়িত্ব সন্তান ফলের ও ফুলের গল্প শোনানো। তাহলে বাচ্চারা সমাজের দেশের ইতিহাস পড়তে জানতে অনুপ্রেরণা পাবে। বিশেষ করে আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ। এমন আয়োজন সব সময় সব স্কুলে হওয়া দরকার।
কাজল রশীদ শাহীন বলেন, আমাদের পরিবারে ফল খাওয়া ও বিতরণ নিয়ে চমৎকার গল্প আছে। মনে পড়ে ফল খাওয়ার মাধ্যমে কীভাবে মায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক নিমার্ণ হয়। তাছাড়া ফলের সঙ্গে এই অঞ্চলের মানুষের গভীর সম্পর্ক রয়েছে। মানুষের আর্থ সামাজিক বিষয়ের ইতিহাস পাওয়া যাবে ফল ও ফুলের ইতিহাস ঘাটলে। তরুন প্রজন্মকে যথাযথ ইতিহাস জানানো জাতীয় দায়িত্ব। পল্লিমা সংসদ জাতীয় পালন করছেন আজকের ব্যক্তিক্রমী আয়োজন করে।
পল্লিমা সংসদের সাধারণ সম্পাদক এরশাদ মনসুর বলেন, তরুণ প্রজন্মকে পাঠাগার মূখী করার অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তরুণ প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ফল কুড়ানোর বিভিন্ন গল্প নিয়ে পল্লীমা সংসদের অঙ্গ প্রতিষ্ঠান শহীদ বাকী স্মৃতি পাঠাগার আয়োজন করা হয়েছে দেশীয় ফল উৎসব-ফল চেনা আর গল্প শোনার আসর।
আমন্ত্রিত অথিতিবৃন্দ ও পাঠচক্রের সদস্যবৃন্দের মধ্যে ফল নিয়ে নানান মজার গল্প ও অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। বাউল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু ও শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুল হোসেন।
এমআই