লাবিন রহমান:
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যত্নের পাশাপাশি মায়েদেরও যত্নের তাগিদ দিয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন, তাদেরও শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে। নইলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না।
শুক্রবার বেইলী রোডস্থ গাইড অডিটরিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন হলদে পাখী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে ওই কর্মশালায় আয়োজকরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাউকে পেছনে না ফেলে সামনে এগিয়ে নেয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে গার্ল গাইডস্ এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। কাজ করছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও।
গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার মুখ্য আলোচক ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা শেখ মন্ত্রণালয় থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সচিব শাহ আলম, ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস, অভিভাবক, রেঞ্জার ও শিক্ষকরা।
সময় জার্নাল/এলআর