আজ ২ মার্চ (মঙ্গলবার) আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা মরহুম ফয়েজ আহমেদের ৪৮ তম মৃত্যু বার্ষিকী।
অবিভক্ত পাক ভারত উপমহাদেশের শ্রম আন্দোলনের পথিকৃত এক কিংবদন্তী মহানায়ক ছিলেন ফয়েজ আহমেদ।
১৯০২ সালে তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সাহের খালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
ফয়েজ আহমেদ চট্টগ্রাম কলেজ থেকে বি.এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত সম্মানের সাথে এল.এল.বি. পাশ করেন।
তাঁর কর্মজীবনের পাশা পাশি তিনি যুক্ত হন শ্রম আন্দোলনের সাথে নিজ অধ্যাবসায় আদর্শ নীতি বোধ তাঁকে এক সময় পৌছে দেয় একেবারে আন্তর্জাতিক মাত্রায়।
পাক-ভারত উপমহাদেশে ফয়েজ আহমেদ ছিলেন একমাত্র বাঙ্গালী মুসলমান যিনি একাধারে ১৫ বছর ILOর গভর্নিং বডির ডাইরেক্টর ছিলেন।