সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাস ছুটি হওয়ার দুই দিন আগে ২২ জুন থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলো প্রভোস্ট কাউন্সিল। তবে পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস ছুটির দিন থেকেই বন্ধ হবে হল।
আজ বুধবার সকাল ১১টায় প্রভোস্ট কাউন্সিলের জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আজ প্রভোস্ট কাউন্সিলের জরুরী সভায় ঈদের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হল সমুহ ২৪ জুন সকাল ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামী ৭ জুলাই সকাল ১০টা থেকে যথারীতি হল সমুহ খুলে দেয়া হবে।'
প্রসঙ্গত, আগামী ২৪ জুন থেকে শুরু হবে ঈদুল আযহার ছুটি। তবে গত সোমবার ছুটির দুই দিন আগেই ২২ জুন থেকে হল বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট কাউন্সিল। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন হলের আবাসিক শিক্ষার্থীরা। এবং এ ধরনের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল পর্যায়ে সৃষ্টি হয় নানা সমালোচনার।
এছাড়া এমন সিদ্ধান্তের অযৌক্তিকতা তুলে ধরে ক্যাম্পাস বন্ধের দিন থেকেই হল বন্ধ করার দাবিতে বিবৃতি দিয়েছিলো বিভিন্ন ছাত্রসংগঠন। এ বিষয় নিয়ে উপ-উপাচার্যের সাথে দেখাও করেন তারা। সর্বশেষ আজ সিদ্ধান্ত পরিবর্তন করে নোটিশ দেয় কর্তৃপক্ষ।
সময় জার্নাল/এলআর