সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচদিন ব্যাপী ভর্তি পরীক্ষায় পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রম সমাপ্ত হয়েছে পথশিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে।
বৃহস্পতিবার (২২ জুন) ভর্তি পরীক্ষার শেষ দিনে
বিশ্ববিদ্যালয়ের মূলফটক প্রাঙ্গনে 'পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি' এর ভর্তি সহায়তা কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যবৃন্দরা প্রায় ২০ জন পথশিশুকে নিয়ে একসাথে দুপুরের খাবার গ্রহন করে। এসময় উপস্থিত পথশিশুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খাবার গ্রহন করতে পেরে তাদের উচ্ছ্বাস - আনন্দ প্রকাশ করে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি জাফর ইমাম বলেন, "আমরা ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনার সময় যখন দুপুরের খাবার গ্রহন করতাম তখন ক্যাম্পাসে ঘুরে বেড়ানো ছোট ছোট শিশুরা এসে দাঁড়িয়ে থাকতো। বিষয়টা আমাকে প্রচন্ডভাবে নাড়া দেয়। এজন্য আমরা সিদ্ধান্ত নেই অন্তত একদিন হলেও আমরা তাদেরকে নিয়ে একসাথে খাবো। সেজন্যই আজকের এই আয়োজন। সীমাবদ্ধতার কারণে খুব বড় আয়োজন করতে পারিনি। তবে ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে সমাজ কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবো।"
সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন " খুব ছোট ছোট উদ্যোগও সমাজের ইতিবাচক পরিবর্তন সূচনা করতে পারে। আমরাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় সব জেলার ছাত্রকল্যাণ সমিতি আছে। সবাই যদি খুব ছোট পরিসরেও উদ্যোগ নেয় সেটাই এই কমিউনিটিতে বৃহত্তর অবদান রাখতে পারে। ভবিষ্যতেও পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শুভ ও সুন্দর কাজের সাথে থাকতে চায়।"
উল্লেখ্য, জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে মােবাইল, ব্যাগ, বই ইত্যাদি রাখা ও শিক্ষার্থীদের বিভিন্ন হলে আবাসনের ব্যবস্থা করার মত স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি।
সময় জার্নাল/এলআর