এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
পবিত্র ইদুল আযহা উপলক্ষে ফরিদপুর শহর ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে পোষাক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজে শতাধিক শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ শান্তর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুর আলম প্রান্ত, মোজাহিদুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সায়েম।
এছাড়াও ছাত্র নেতা পুলক কুমার বিশ্বাস, রিয়ান বিশ্বাস, ওমায়েরা আরেফিন, নাইমুর রহমান, মেহেদী হাসান, মোঃ রাকিব বিশ্বাস, তানিবুর রহমান উৎস, আশিকুজ্জামান অনিক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
উপহার সামগ্রী বিতরণের সময় মীর মোঃ শান্ত বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বরাবরই গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সার্বিক সহযোগীতায় আমরা শহর ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের সাধ্যমত তহবিল সংগ্রহ করে এসব ছিন্নমূল অসহায় শিশুদের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের ইদ উপহার হিসাবে পোষাক বিতরণ করেছি। আমাদের চাওয়া ইদের দিন এই বাচ্চারাও যেন আনন্দ করতে পারে। আমাদের এই জাতীয় কর্মকান্ড পুর্বেও হয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআই