নিজস্ব প্রতিবেদক:
ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে এখন প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। এমনকি এক পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। যা ঈদের আগের দিনও (বুধবার) যা ৩০০-৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সঙ্গে পাল্লা দিচ্ছে টমেটোও। প্রতি কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।
শুক্রবার (৩০ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঈদের ছুটিতে অধিকাংশ দোকানই বন্ধ। তবে যেসব দোকানে খোলা আছে তারমধ্যে বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে না কাঁচামরিচ। আর যে দু-একটা দোকানে বিক্রি হচ্ছে, সেগুলোয় দাম নেওয়া হচ্ছে ৫৫০-৬০০ টাকা। এমনকি ১০০ গ্রাম কাঁচামরিচের দাম নেওয়া হচ্ছে ৬০ টাকা। পাশাপাশি একে পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
মরিচের এমন দামে শুনে রীতিমতো তাজ্জব ক্রেতারা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলছেন, খাইলাম না কাঁচামরিচ। এক মাস তরকারিতে কাঁচা মরিচ না খেলে কিছু হবে না।
অন্যদিকে দোকানিদের দাবি- আরতে মরিচই নাই। যে দু-একজন কাঁচামরিচ নিয়ে আসছে, আকাশছোঁয়া দাম।
তবে বাজারে শুধু কাঁচামরিচের দামই আকাশছোঁয়া নয়, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে টমেটো, শসা, গাজর, ধনে পাতাও। বর্তমানে এক কেজি টমেটো ২০০ টাকা, শসা ১২০ টাকা, গাজর ১০০-১২০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি ছাড়াও একশ গ্রাম ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এমআই