নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে পল্টনসহ আশপাশের এলাকার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।
কাকরাইল মসজিদ মোড় থেকে মগবাজার, ইস্কাটন রোড, মৎস্য ভবন থেকে হাইকোর্ট মোড় সড়কে যানবাহন কার্যত স্থবির হয়ে আছে।
মাঝে বৃষ্টির কারণে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অনেক যাত্রী ও সমাবেশগামী বাসের নেতাকর্মীরা হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন।
নেতাকর্মীদের চলাচলের সুবিধার্থে কাকরাইল মসজিদ মোড় থেকে নয়াপল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে পল্টন মোড় থেকে গুলিস্তান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে। পল্টন মোড়ে জলকামান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।
এমআই