এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
সরকারের মানবিক বরাদ্দের অংশ হিসেবে বুধবার (১২ ই জুলাই) ফরিদপুরের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভা ও এ জেলার সদর উপজেলা এলাকার গুরুতর অসুস্থ ব্যক্তিদের মধ্যে ৩৬ লাখ ৫০ হাজার টাকার ৭০টি চেক বিতরণ করা হয়েছে।
সরকারের মানবিক বরাদ্দ অনুযায়ী ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়ায় আক্রান্ত যে কোনো বয়সের ব্যক্তিদের সাধারণত ৫০০০০/- টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সাইদুল ইসলাম মৃধা। উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান প্রমুখ।
এমআই