এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুকি মোকাবেলায় তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক ১৬টি ইউনিয়ন, পৌরসভা ও আশ্রয়ন প্রকল্পগুলোতে রোপনের জন্য ১৫ হাজার তাল গাছের চারা বিতরণ করেন।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার, মো. সাইফুল ইসলাম হাওলাদার, রিপন দাস, আউয়াল খান মহারাজ, মাষ্টার মো. সাইদুর রহমান ও আলী আক্কাস বুলু এ সময় উপস্থিত ছিলেন। এর পরে দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন নেছা মহা বিদ্যালয়ের সড়কের পাশে আনুষ্ঠানিক তাল গাছের চারা রোপন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
এমআই