সর্বশেষ সংবাদ
এটি সরকারের একটি কৌশল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। একইভাবে তাঁরা মনে করেন, বিএনপিও কৌশলের অংশ হিসেবে ইইউ প্রতিনিধিদের এই সফরকে গুরুত্ব দিচ্ছে। কারণ, নিজেদের দাবির প্রতি সমর্থন আদায়ে এটিকে একধরনের সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে দলটি। কার্যত দুই দলই নিজেদের অবস্থানের প্রতি ইইউর সমর্থন চায়।
সরকারের আমন্ত্রণে ইইউর প্রতিনিধিদল এখন ঢাকা সফর করছে। গতকাল শনিবার তারা আওয়ামী লীগ, বিএনপিসহ পাঁচটি দলের সঙ্গে একের পর এক বৈঠক করেছে। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো না পাঠানো প্রশ্নে সিদ্ধান্ত নিতে পরিস্থিতি বোঝার জন্য এই সফর করছে ইইউ। আলোচনায় প্রতিনিধিদল মূলত নির্বাচনের পরিবেশ নিয়ে দলগুলোর অবস্থান ও বক্তব্য শুনছে।
ইইউ প্রতিনিধিদের এই সফর ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক কতটা গুরুত্ব বহন করে, সেই প্রশ্নও আলোচনায় রয়েছে।পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ইইউ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে।
এস.এম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল