এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারুন্যের জয়যাত্রা উপলক্ষে ফরিদপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শনিবার বিকেলে সরকারী রাজেন্দ্র কলেজ চত্বর থেকে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি ঝিলটুলী, নিলটুলী, মুজিব সড়ক, প্রেসক্লাব হয়ে থানা রোডে গিয়ে শেষ হয়।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহ সুলতান রাহাত, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, রুকসুর সাবেক ভিপি কাউসার আকন্দ, মাহাবুব আলম মনির, সাবেক ছাত্রলীগ নেতা মামুন আল কাওসার নাদিম, মীর উজ্জ্বল প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারুন্যের এ জয়যাত্রায় জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর