বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

বুধবার, জুলাই ২৬, ২০২৩
হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ ও মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে উক্ত আন্দোলন ও মানবন্ধন করেন হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এসময় প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী প্রতিবাদ ও মানবন্ধনে অংশগ্রহন করেন।  

উল্লেখ, গত ২৫ জুলাই নীলফামারীর ডিমলা-হাতীবান্ধা সড়কের রমনীগঞ্জের একটেল টাওয়ার এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক শিক্ষার্থী আকাশকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথম উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথি মধ্যেই তার মৃত্যু হয়। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল