রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রোববার, জুলাই ৩০, ২০২৩
মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:   
  
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় এমপির বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, আওযামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, চেয়ারম্যান মো. সাইদুর রহমান, হুমায়ুন কবির মোল্লা, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

এ ছাড়াও যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক  নূরুন্নবী পরাগ সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সারাদেশে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা রাখেনা। আওয়ামী লীগ সাধারণ মানুষের অনুভূতি বোঝে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল