সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতির দাবিতে ঈদের দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে। ঈদের নামায শেষে শুক্রবার বেলা ১১ টা থেকে দেড় ঘন্টা ব্যাপী শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের সামনে তারা অবস্থান কর্মসূচী পালন করেন।
এ সময় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাস- মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. সহ সভাপতি ইকবাল হোসেন , সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তঃজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। আমরা সরকার কে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে। সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনলো না। আমাদের আন্তঃজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না।
আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তঃজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।
সময় জার্নাল/ইএইচ