বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন নুরসহ অন্তত ২৫ জন।
বুধবার (০২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে এ হামলার ঘটনা ঘটেছে। ঢাবির বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা এই হামলায় যুক্ত ছিল এবং তারা সবাই ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে জানা যায়।
আহতদের মধ্যে ৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন— মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ ও রাজিব।
ডাকসুর সাবেক ভিপি নুর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, পূর্বঘোষিত প্রোগ্রাম করতে গেলে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে, এসময় ২০-২৫ জন আহত হয়।
বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জান-মালের ক্ষয়ক্ষতি ও হয়রানি, মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই কর্মসূচির বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ছাত্রলীগ। পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় এলে এ হামলার ঘটনা ঘটে।
এমআই