ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক ও সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জানান, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইন শৃঙ্খলার বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এতে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা নাটোরের বিভিন্ন সমস্যা সভায় তুলে ধরে বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম, ডিআইও কাজী জালাল উদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ওসি (ডিবি) মো. আব্দুল মতিন, নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় নাটোরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর