খালেদ হোসেন টাপু, রামু
ট্রাকভর্তি চাল নিয়ে বন্যার্তদের মাঝে ছুটে গেলেন আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল এমপি। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে কক্সবাজারের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে ওই এলাকার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঢাকা থেকে মঙ্গলবার (৮ জুলাই) বিকালে ছুটে যান ঈদগাঁও এলাকার বানভাসি মানুষের পাশে। সাথে নিয়ে যান এক ট্রাক চাল।
তিনি উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চালগুলো বন্যাকবলিত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন। এসময় তিনি নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
চাল বিতরণ কালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ঈদগাঁও উপজেলার মানুষ যখনই দুর্যোগের মুখোমুখি হয়, তখনই সর্বপ্রথম ছুটে আসেন সাইমুম সরওয়ার কমল এমপি। তারা বলেন, নির্বাচন আসলেই গুটিকয়েক নেতার আসাযাওয়া থাকলেও দুঃসময়ে এমপি কমল ছাড়া কেউ অসহায় মানুষের পাশে থাকে না। সাইমুম সরওয়ার কমল এমপির মত মানুষকেই আগামীতেও আমরা এমপি হিসেবে পেতে চাই।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, অতি বৃষ্টির কারণে আমার নির্বাচনী এলাকায় বন্যা দেখা দিলে, আমি ঢাকা থেকে ছুটে আসি। তিনি বলেন, অতীতের মতো আমি অসহায় মানুষের পাশে রয়েছি। এমপি কমল বলেন, বিএনপি নেতারা বৈশ্বিক মহামারী করোনাকালেও মানুষের পাশে ছিলোনা, বন্যার সময়ও তাদের দেখা যায় না। অসহায় মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশেই রয়েছে।
চাল বিতরণকালে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারেক, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাইমুম সরওয়ার কমল এমপি ঈদগাঁও উপজেলার পালপাড়া, জালালাবাদ, লরাবাগ, পোকখালি, নাইক্ষ্যংদিয়া সহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।
সময় জার্নাল/এলআর