সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাডস) আয়োজিত বঙ্গবন্ধু স্মারক জাড্স আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নওয়াব ফয়জুন্নেসা হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ রাসেল হল৷
এরই মধ্য দিয়ে ১১ আগস্ট শুরু হওয়া দুইদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পর্দা নামলো। প্রতিযোগিতায় অংশগ্রহন করা ১৩টি হলের মধ্যে শেখ রাসেল হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
শেখ রাসেল হল বিতার্কিক দলের সদস্য হাসান মাহমুদ সম্রাট বলেন,'শেখ রাসেল হলের নামকরণের পর হলের হয়ে প্রথম অর্জন যা আমাদের হলের জন্য অনেক বেশি গৌরবের এবং সম্মানের। বুদ্ধিবৃত্তিক বিতর্ক চর্চায় আমাদের হলের এগিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত থাকুক।
বিজয়ী দলের সদস্য জুনাইদ কবীর জাহিন জানান, বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা সবাই এতে খুবই খুশি। আমাদের শেখ রাসেল হলে অনেক বিতার্কিক রয়েছে। যেহেতু আমাদের হলে অনেক বিতার্কিক তাই আশা করি যে আগামীতে সব আন্তঃহল বিতর্কের ট্রফি আমরাই নিয়ে আসবো। এবং এটাও প্রমাণ করবো যে, শেখ রাসেল হল জাহাঙ্গীরনগরের অন্যতম সেরা বিতর্কিকদের হল।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাড্স) যাত্রা শুরু করে৷ যাত্রা শুরু পর থেকে গত দুই যুগের বেশী সময় ধরে বিতর্ক সহ অন্যান্য নানান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে দেশ ও বিদেশে নিয়মিত শ্রেষ্ঠত্বের সাক্ষর রেখে আসছে।
সময় জার্নাল/এলআর