নিজস্ব প্রতিবেদক:
কেএমপি'র পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারের শাহাদত বরণকারী সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৫ই আগস্ট) মঙ্গলবার দুপুর ০১.৩০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটনে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানয়ক ও স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি, বাঙালির আশার বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহিদ জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে জোহরের নামাজ বাদ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমআই