সর্বশেষ সংবাদ
বিশেষ প্রতিবেদন :
কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধা ডাক্তারগণের মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে ঈদ কার্ড প্রদান করা হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল এ কর্মরত ডাক্তার ও ইন্টার্ন, চকরিয়া ও পেকুয়া উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদ্বয় সহ এই মহামারীতে নিজেদের চেম্বারে স্বাস্থ্যসেবা দিয়ে যাওয়া কয়েকজন ডাক্তারের সাথে ঈদ কার্ড দেয়ার মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতারা।
এ বিষয়ে কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশনের সদস্য সচিব জামিল মোঃ আশিক রিয়াদ জানান, করোনা মোকাবেলায় ডাক্তারদের ভূমিকা অনস্বীকার্য। করোনার শুরু থেকে এই পর্যন্ত অনেক শ্রদ্ধেয় ডাক্তারগণ মৃত্যু বরণ করেন এবং করোনায় আক্রান্ত হয়েছেন আরো অনেকেই। তারপরেও তাঁরা এই সংকটকালীন মুহূর্তে সেবা দিয়ে যাচ্ছেন। এই ঈদে অনেকেই ছুটি পাননি। যেখানে সবাই নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে, সেখানে অনেক ডাক্তার গণের ঈদ কাটবে হাসপাতালে রোগিদের সাথে। তাই তাদের এই ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান তিনি। সেইসঙ্গে, ঈদের দিনে ডাক্তারগণের খাবার ও যাতায়াতের সুব্যবস্থা করার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন রিয়াদ।
পথ চলায় সুন্দর পরামর্শ সহ সব দিকে দিয়ে পাশে থাকার জন্য বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মারুফুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস' এসোসিয়েশন।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল