রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

চাঁদপুর মৎস্যঘাটে সাগরের ইলিশ, দাম চড়া

বুধবার, আগস্ট ৩০, ২০২৩
চাঁদপুর মৎস্যঘাটে সাগরের ইলিশ, দাম চড়া

জেলা প্রতিনিধি:
 
ট্রলার ও ট্রাক থেকে মণে মণে ইলিশ নামিয়ে স্তূপ করছেন শ্রমিকরা। সাগর থেকে চাঁদপুর বড়স্টেশন মৎস্যঘাটে প্রচুর ইলিশ আসছে। যদিও ভরা মৌসুমে ঘাটে পদ্মা-মেঘনার ইলিশের দেখা নেই বললে চলে। অল্প সংখ্যক নদীর ইলিশ এলেও দাম চড়া। ফলে আসল রুপালি ইলিশের স্বাদ পাচ্ছেন না ক্রেতারা।

আড়ত থেকে খুচরা বাজার কিংবা টুকরিতে করে পাড়া-মহল্লায় যে মাছ বিক্রি হচ্ছে তাতে দামের পার্থক্য ২০০-৩০০ টাকা। প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে বড়স্টেশন অবতরণকেন্দ্রে। তবে গত বছরের তুলনায় এ বছর মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ।

অন্যদিকে ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। তাদের অভিযোগ, মাছের সরবরাহ যথেষ্ট হলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। মূলত সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এভাবে চলতে থাকলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ইলিশ।

ইলিশ ব্যবসায়ী হাসান মিজি বলেন, চাঁদপুরের অরজিনাল রুপালি ইলিশ চারটি ভাগে ভাগ করে বিক্রি হয়। এক কেজি ওজনের ইলিশ ১৫-১৭০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা। আর ছোট সাইজের ৫০০-৬০০ গ্রামের ইলিশ হাজারের ওপরে বিক্রি হয়। মাছঘাটে ইলিশ কিনে কিছু বিক্রেতা আবার আলাদা বসেন। তারা যার কাছ থেকে যেমন বিক্রি করতে পারেন। মূলত চাঁদপুরে ইলিশের প্রচুর চাহিদা কিন্তু ইলিশ কম।

তিনি আরও বলেন, এখন সাগরের ইলিশ আসছে বেশি। এখানে কোনো সিন্ডিকেট থাকার কথা না।

চাঁদপুর মৎস্য বণিক সমিতি সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, এখন সাগরের ইলিশে একমাত্র ভরসা। প্রতিদিন ৫০০-১০০০ মণ ইলিশ উঠছে ঘাটে। আবার হঠাৎ করেই সরবরাহ কমে যায়। ফলে দাম কমছে না। মাছের আমদানি বেশি হলে দাম একশ-দেড়শ টাকা কমে। আর আমদানি কম হলে দাম বাড়ে। সাইজ ছোট হওয়ায় এবার শীতেও ইলিশ মিলতে পারে।

এ মৎস্য নেতা আরও বলেন, চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে ইলিশ পাঠানো হয়। তবে এখন আর বিদেশে রপ্তানি করা হয় না। দেশেই প্রচুর চাহিদা আছে। এবার ইলিশ কম থাকায় ডিমের দামও বেশ চড়া।

চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, ইলিশের দাম নিয়ে অনেক অভিযোগ আসছে। সহসাই বড়স্টেশন মাছঘাটে একটি অভিযান পরিচালনা করা হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল