তিতুমীর কলেজ প্রতিনিধি:
ছাত্রলীগের স্বরণকালের সর্ববৃহৎ সমাবেশ সফল করার লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে ১লা সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র সমাবেশে যাবে বলে জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩০ আগস্ট (বুধবার) সকাল ১১ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সমাবেশে তিতুমীর কলেজ ছাত্রলীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও সহ সম্পাদক আশিকুর রহমান অমি।
বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স প্রথমে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নোত্তর দেন। পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,"এই ছাত্র সমাবেশের মাধ্যমে শোক কে শক্তিতে রূপান্তর করে একটি আলোড়ন সৃষ্টি করতে চাই। এর মাধ্যমে জামায়াত-শিবিরকে হুশিয়ার করতে চায়। আমরা এই সমাবেশের মাধ্যমে আসন্ন দ্বাদশ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর বিজয়ের আগাম বার্তা দিতে চায়।"
এছাড়াও তিনি তিতুমীর কলেজ ছাত্রলীগ ইউনিটের প্রশংসা করে বলেন, আমরা আশা করবো আগামী পহেলা সেপ্টেম্বরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে আপনারা আপনাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জানান দিবেন।
বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক সভায় আশিকুর রহমান অমি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের বৃহত্তর একটি ইউনিট। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যেন তরুণ সমাজ রায় দিতে পারি। সেজন্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানাচ্ছি। উক্ত সমাবেশে উপস্থিত থেকে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে আস্বস্ত করতে পারি যে, ছাত্রসমাজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, সর্বকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে আমরা সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চাই। আমরা চাই, এর মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছ থেকে তিতুমীর কলেজ ইউনিট পুরস্কৃত হতে। এ সমাবেশ আমাদের কোনো ব্যক্তির সমাবেশ নয়, এ সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সমাবেশ। এ সমাবেশ সফল করা আমাদের দায়িত্ব। যে করেই হোক জননেত্রী শেখ হাসিনা কে আবারও নির্বাচিত করতে হবে।
সভায় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, নেতাকর্মীদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। এছাড়াও সমাবেশে যাওয়া নেতাকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করণে আশ্বাস দেন।
এছাড়াও উক্ত প্রস্তুতি সভায় কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এমআই