এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের দাবি আদায়ের রাজনীতি করার কারণে বর্তমান সরকার তাকে মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করে রেখেছে।
খালেদা জিয়ার রাজনীতি করার কারণে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সহ বিএনপি ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি দাবিতে শুক্রবার বিকেলে ফরিদপুরে যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়া ও মোনায়েম মুন্নাকে মুক্তি দাবি করেন।
এর আগে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলীপুরের গোরস্থান জামে মসজিদের পাশে মার্কেটের সামনে সমাবেশ করে।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমটি আকতার টুটুল।
এসময় ফরিদপুর মহানগর বিএনপির কাইয়ুম মিয়া, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফুল ইসলাম বকু, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান মিয়া, মাইদুল ইসলাম কাকন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম টুটুল, তাতী দলের শাহেদা বেগম সহ বিএনপি, যুবদল ও জাসাস সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর