বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বিনোদন ডেস্ক:
স্ত্রীর মৃত্যুর পরদিনই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্ভবত ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি কিছুক্ষণের মধ্যে তাকে দেখতে যাব।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতার স্ত্রী।
‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত এই চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।
জনপ্রিয় এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।
এমআই