স্পোর্টস ডেস্ক:
জিতলে এশিয়া কাপের ফাইনালে। হারলে বিদায়। কঠিন এই সমীকরণের সামনে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার এই লড়াইয়ে টস পক্ষে এসেছে পাকিস্তানের। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম।
ম্যাচ শুরুর একদিন আগে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট একাদশ ঘোষণা করে দিয়েছিল। ওই একাদশে ছিলেন না ভারতের বিপক্ষে ম্যাচের পাঁচজন। ফখর জামানকে বাদ দেওয়া হয়েছিল। দলে ছিলেন না আব্দুল্লাহ শফিকও।
কিন্তু টস জয়ের পরে তাদের একাদশে নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক। ইমাম উল কোমরের ব্যথার কারণে একাদশ থেকে বাদ পড়েছেন। সৌদ শাকিল জ্বরের কারণে খেলতে পারছেন না। তার জায়গায় নেওয়া হয়েছে আব্দুল্লাহকে। ২০ বছর বয়সী তরুণ পেসার জামান খানের অভিষেক হয়েছে।
বৃষ্টির কারণে উভয় পক্ষে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কার একাদশেও এসেছে দুই পরিবর্তন। ওপেনার দিমুথ করুনারত্নেকে বাদ দিয়ে কুশল পেরেরাকে একাদশে এনেছে তারা। পেসার কাশুন রাজিথার জায়গায় নেওয়া হয়েছে প্রমোদ মাদুশানকে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হ্যারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি ও জামান খান।
শ্রীলঙ্কার একাদশ: পাথুন নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান ও মাথিসা পাথিরানা।
এমআই