বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

৫ম সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ২৯ সেপ্টেম্বর

শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩
৫ম সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ২৯ সেপ্টেম্বর

মোঃ ফরিদুল ইসলাম, সিকৃবি প্রতিনিধি:

আগামী ২৯ সেপ্টেম্বর সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরের পর্দা উঠছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী উৎসবটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে অনসাইট ও অনলাইন উভয় ধরনের কার্যক্রম রয়েছে।

সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে বিভিন্ন বিভাগে ১১১টি দেশের ৩০৬৫টি চলচ্চিত্র থেকে বাছাইকৃত ১০৬টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা উৎসবের উদ্বোধন করবেন।

প্রতিবারের মতো সিলেট চলচ্চিত্র উৎসবে এবারও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শক ও চলচ্চিত্র বোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার। এছাড়া আশরাফ শিশির, অর্ণব মিদ্যা, সাদিয়া খালিদ রীতি, ওয়াহিদ ইবনে রেজা, মনোজ কুমার প্রামাণিক, সিদ্ধার্থ মাইতি ও মুক্তাদির ইবনে সালাম জুরি হিসেবে যুক্ত রয়েছেন।

জানা গেছে, উৎসবের শুরুর দিন মুহাম্মদ কাইয়ুম পরিচালিত কুড়া পক্ষীর শূন্যে উড়া চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গবেষণাভিত্তিক তথ্যচিত্র নির্মাণ বিষয়ক একটি কর্মশালা, চলচ্চিত্র বিষয়ক মুক্ত আলোচনা ও সিলেটের সংস্কৃতি সংরক্ষণে চলচ্চিত্রের ভূমিকা শীর্ষক একটি অনলাইন আলোচনার আয়োজন রাখা হয়েছে । উৎসব শেষে ৯টি বিভাগে পুরষ্কার প্রদান করা হবে বলে উৎসবটির সংগঠকরা জানিয়েছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, দীর্ঘদিন পর সিলেট চলচ্চিত্র উৎসব নিয়ে ফিরছি আমরা। নানান প্রতিকূলতাকে ঠেলে আমরা শেষ পর্যন্ত একটা সফল উৎসব আয়োজন করতে পারব বলে বিশ্বাসী।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি স্বল্পদৈর্ঘ্য (আন্তর্জাতিক) বিভাগে ৪৩টি, স্বল্পদৈর্ঘ্য (বাংলাদেশ) বিভাগে ২৮টি, প্রামাণ্যচিত্র বিভাগে ১৫টি, শিশু বিষয়ক চলচ্চিত্র বিভাগে ১০টি ও এনিমেশন বিভাগে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল। ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।

গত আসরে ১১২টি দেশ থেকে ৩০৬১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন থাকায় গত আসরে নির্বাচিত ১০৯টি চলচ্চিত্র অনলাইনে প্রদর্শিত হয় এবং দেশ-বিদেশের সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালাসহ বিভিন্ন আয়োজন করে যাচ্ছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল