শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যাল (কুবি) তে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্লাটফর্ম 'টেডএক্স' এর উদ্যোগে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় তার উপর বক্তব্য প্রদান করেন।
'টেডএক্স' ইভেন্টে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি কার্যকরী ভিশন তৈরির উপর জোর দিতে হবে এবং মুখস্ত বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিং, সহনশীলতা, বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিটিকাল থিংকিং বৃদ্ধির জন্য কোর্সগুলোতে অতিরিক্ত মাত্রায় অ্যাসেসমেন্ট কমানো, বিশেষ করে শেষের দিকে MCQ এর পরিবর্তে সামেটিভ অ্যাসেসমেন্ট এবং রচনা লিখা, ক্রিটিকাল ইভালুয়েসন, সমস্যা-ভিত্তিক জ্ঞান অর্জনে যা প্রয়োজন তার প্রতি জোর দিতে হবে । সারফেস লার্নিং এর পরিবর্তে ডিপ লার্নিং এর প্রতি জোর দিতে হবে এবং শিক্ষকদেরকে ফেসিলিটেটর এর ভূমিকা নিতে হবে।
ইভেন্টে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিষয়বস্তু নির্মাতা সাদমান সাদিক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিএইচআরও আতিক উজ জামান খান, গীতিকার ও সুরকার হায়দার হুসেন, আন্তর্জাতিক ফটোসাংবাদিক জিএমবি আকাশ, নেক্সট ভেঞ্চারসের সিইও আবদুল্লাহ জায়েদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ ই এপ্রিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি 'টেডএক্স' ইভেন্ট আয়োজনের জন্য 'টেড' থেকে অনুমোদন পায়।
সময় জার্নাল/এলআর