আন্তর্জাতিক ডেস্ক:
ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার কাজে নেমেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধী জয়ন্তী উপলক্ষে পুরো ভারতব্যাপী এক ঘণ্টা চালানো হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। এই কার্যক্রমে মোদির সঙ্গে শামিল হয়েছেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়াপুরিয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দু’জনে একসঙ্গে একটি ঘেরা জায়গায় ময়লা পরিষ্কার করেন। টুইটে মোদি লেখেন, ‘যেহেতু গোটা দেশ স্বচ্ছতার উপরে জোর দিচ্ছে, তাই আমি এবং অঙ্কিত বাইয়াপুরিয়াও একই কাজ করলাম। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা স্বাস্থ্য এবং ভাল থাকা নিয়েও আলোচনা করেছি। এই সবই স্বচ্ছ এবং স্বাস্থ্য ভারতের প্রভাব।’
মোদি ছাড়াও বিজেপির বেশ কয়েকজন নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে এই পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।
‘মান কি বাতের’ সাম্প্রতিক এক এপিসোডে মোদি দেশবাসীর প্রতি ১ অক্টোবর ‘স্বচ্ছতার জন্য স্বেচ্ছাশ্রম’ দেওয়ার আহ্বান জানান। তিনি ওই সময় আরও জানান, এই কাজটি করার মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে তার প্রতি ‘স্বেচ্ছাভক্তি’ প্রদর্শিত হবে।
রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও মোদির এ আহ্বানে সাড়া দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তারা সাধারণ মানুষকে আহ্বান জানান, ‘এক তারিখ, এক ঘণ্টা ও এক সাথে’ যেন সবাই এই অভিযানে অংশ নেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভূমিকা রাখেন।
এমআই