মোঃ ফরিদুল ইসলাম, সিকৃবি প্রতিনিধি:
বিসিএস আসলে কতটা কঠিন? স্বপ্নের বিসিএস এ উত্তীর্ণ হতে কি প্রয়োজন? বইপত্র? নোটখাতা? কোচিং? নিজের পরিশ্রম? নাকি অন্যকিছু? বিসিএস জ্বরে ভুগে টিকে থাকে কতজন? কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিসিএস কতটা জরুরী? এসকল প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে থাকে বিসিএস আগ্রহী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এইসকল প্রশ্নের সমাধান দিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আয়োজিত হতে যাচ্ছে বিসিএস ইনসাইট শীর্ষক আলোচনা সভা। এতে আলোচক হিসেবে থাকবেন সিকৃবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৪১ তম বিসিএসে সুপারিশপ্রাপ্তরা।
আগামী ৭ অক্টোবর (শনিবার) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে দ্য এগ্রিকালচারাল ইকোনমিক্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় বিসিএস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দিবেন আলোচকরা।
আলোচক হিসেবে সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের বিসিএস উত্তীর্ণ চার মেধাবী শিক্ষার্থী নেপাল কান্তি দেব (প্রশাসন ক্যাডার), আহমেদ আসিফুর রব (কৃষি ক্যাডার), মারুফ উদ্দীন চৌধুরী (কৃষি ক্যাডার) এবং রুবেল তালুকদার (কৃষি ক্যাডার) উপস্থিত থাকবেন।
এ বিষয়ে দ্যা এগ্রিকালচারাল ইকোনমিক্স ক্লাবের সভাপতি মোঃ আরিফ হোসেন বলেন, “ইকোনমিক্স ক্লাব মূলত শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় BCS INSIGHTS অনুষ্ঠানের আয়োজন করেছি । অনার্স এ পড়া থেকেই যেন একজন শিক্ষার্থী চাকুরী সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে সেটাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য।”
এছাড়াও ট্যাকনিক্যাল ক্যাডারের জন্য বিষয়ভিত্তিক কিভাবে প্রস্তুতি নিতে হবে, একাডেমিকের সাথে বিসিএস কিভাবে সম্পর্কযুক্ত সেই সব বিষয়ে ধারণা দেওয়া হবে বলে জানান তিনি।
সময় জার্নাল/এলআর