জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
আজ ৭ অক্টোবর (শনিবার) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে "বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩" অনুষ্ঠিত হয়েছে।
অলিম্পিয়াড এর বাছাইপর্বে অংশ নেওয়া মাভাবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সাইন্স অনুষদের ৭ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন টিম হয়েছে মেহেদী হাসানের 'এন্টিডট'।
বাছাইপর্বে অংশ নেওয়া ৭ টি দল।
মহিউদ্দিন রিয়াদের "প্যারাডক্স",
আহাম্মদ আলী সোহান এর "পেন্টা অ্যাসক্লেপিয়াস",
আরাফাত রহমান রাফির "ওকুলাস",
মেহেদী হাসানের "এন্টিডট",
রেজওয়ান হোসাইন এর "নিউরন নেভিগেটরস",
তাহমিদ জুনাইদ এর "টিম ইনিসিয়েটর"
এবং আসিফ আল ফাহিমের "ভিক্টোরি ভাইপারস"।
এছাড়াও এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
উল্লেখ্য যে, ইউএসএইড (USAID) এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (NVDC) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে আজ ৭ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সময় জার্নাল/এলআর