শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কক্ষ বরাদ্দসহ ১০ দাবিতে ইবি উপাচার্যকে ঐক্যমঞ্চের স্মারকলিপি

রোববার, অক্টোবর ৮, ২০২৩
কক্ষ বরাদ্দসহ ১০ দাবিতে ইবি উপাচার্যকে ঐক্যমঞ্চের স্মারকলিপি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের টিএসসিসির অন্তর্ভুক্ত  বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ(ঐক্যমঞ্চ)। কক্ষ বরাদ্দ দেওয়া, টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানের হয়রানি বন্ধ করা ও সুপেয় পানির ব্যবস্থা করাসহ মোট ১০টি দাবির বিষয়ে স্মারকলিপিতে উল্লেখ করেন তাঁরা।

রবিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় উপাচার্যের কার্যালায়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াসিরুল কবির সৌরভ ও সদস্য সচিব রাবেয়া খাতুনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে তাদের উল্লেখিত দাবিসমূহ হলো:
টিএসসিসিতে নিবন্ধিত সকল সংগঠনকে কক্ষ বরাদ্দ দিতে হবে, ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর জন্য একটি অফিস কক্ষ ও একটি সভা কক্ষ বরাদ্দ দিতে হবে এবং আসবাবপত্র প্রদান করতে হবে, অডিটোরিয়াম এর সাউন্ড সিস্টেম এর সমস্যা সমাধান এবং মাল্টিমিডিয়া ব্যবস্থা করতে হবে, ক্যাফেটেরিয়া চালুসহ এ সংক্রান্ত অন্য সমস্যা সমাধান করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বাজেটে সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করতে হবে, টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানের হয়রানি বন্ধ করতে হবে, টিএসসিসি এর ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ও ব্যবহার উপযোগী করতে হবে, টিএসসিসিতে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অডিটোরিয়াম ও টিএসসিসির কক্ষ ভাড়া ছাড় দিতে হবে এবং ক্যাম্পাস বন্ধের দিনেও টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি দিতে হবে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দরা বলেন, ‘ঐক্যমঞ্চের অধীনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসা পুরোনো সংগঠনগুলোসহ ২০টি অধিক সংগঠন রয়েছে। এই সংগঠন সমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননে প্রগতিশীলতার চর্চা, বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তোলা, এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, চাকরির বাজারে যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আয়োজন করা হয়ে থাকে সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা। কিন্তু দুঃখের বিষয় সংগঠনগুলোর নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় তাদেরকে বাইরে উন্মুক্ত পরিবেশে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে কর্মশালাসহ নিয়মিত কর্মসূচি পালনে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে গ্রীষ্ম ও বর্ষায় রোদ ও বৃষ্টির কারণে বাইরে প্রোগ্রাম করা কষ্ট সাধ্য। কার্যক্রম পরিচালনার জন্য অনুকূল পরিবেশ না পাওয়ায় সংগঠনগুলো তাদের গতিশীলতা হারাচ্ছে। অনেক সময় কক্ষের অনুমতি নেওয়ার দীর্ঘ বিড়ম্বনায় অনুষ্ঠান করার সাহস হারাচ্ছে। এছাড়াও নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় সংগঠনগুলোর নিজস্ব প্রয়োজনীয় সম্পদ ও দলিলপত্র হারিয়ে ফেলছে। এছাড়া নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বর্তমান বন্ধের দিনে টিএসসিসিতে কোনো রকম প্রোগ্রাম করার অনুমতি মিলছে না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠান গুলো পরিচালনার জন্য একটি সাউন্ড সিস্টেম থাকলেও দীর্ঘ দিন যাবত তার সুবিধা পাচ্ছে না আয়োজকেরা।’

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এছাড়া টিএসসিসি সুন্দরতম স্থাপনা হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের পড়তে হয় অনেক বিড়ম্বনায় যেমন, এখানে বিশাল একটি ক্যাফেটেরিয়া থাকলেও নিয়মিত সেটি বন্ধ পাওয়া যায়। নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। টয়লেটগুলো অপরিষ্কার থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একটি টয়লেট সংস্কার হলেও তা সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা এইসব সমস্যার কথা টিএসসিসি পরিচালক বরাবর বারবার জানানোর পরেও কোনো সুফল না পাওয়ায় আমাদের সর্বশেষ ভরসা আপনার নিকট আমরা হাজির হয়েছি।’

এ বিষয়ে ঐক্যমঞ্চের আহবায়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন গুলোর গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ও টিএসসিসির বিভিন্ন সমস্যাগুলোর সমাধান চেয়ে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। দাবিগুলো বাস্তবায়ন হলে সংগঠনগুলোর গতিশীলতা বৃদ্ধি পাবে। একইসাথে সংগঠনগুলোতে নতুন করে প্রাণের সঞ্চার হবে।

স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে এ বিষয়ে কথা বলবো। যদি পর্যাপ্ত কক্ষ থাকে তাহলে বরাদ্দ দেবো।’

এসজে/আরইউ 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল