বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : কবি সুকুমার রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় শিল্পী অনিন্দ্য কান্তি বিশ্বাস।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্ভোধন করা হয়।
সুকুমার রায়ের সৃষ্ট ছড়া ও চরিত্রগুলোকে এ প্রদর্শনীতে তুলে ধরা হয়। তার ডানপিটে, চলচিত্তচঞ্চরি, পালোয়ান, কি মুস্কিল, সৎপাত্র, ভয় পেয়ো না, আবোল তাবোলসহ প্রমুখ সৃষ্টি প্রদর্শন করা হয়। এছাড়াও সুকুমারের বিভিন্ন আকার বা আকৃতি নিয়ে ভাবতে শেখায় এমন চিত্র 'বকচ্ছপ', 'হাসজারু', 'হাতিমি', 'টিয়ামুখো গিরগিটি', 'কাঠ-বুড়ো', 'ট্যাঁশ গরু', 'হুলোর গান', 'রামগরুড়ের ছানা', 'হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি', 'হ্যাংলাথেরিয়াম', 'ল্যাগব্যাগর্নিস', 'গোমরাথেরিয়াম', 'বেচারাথেরিয়াম', 'চিল্লানোসোরাস', 'ল্যাংড়াথেরিয়াম' ইত্যাদি সৃষ্টি নিয়ে ৩৬টি চিত্রকর্ম প্রদর্শন করা হয়।
এ বিষয়ে শিল্পী অনিন্দ্য কান্তি বলেন, একবিংশ শতাব্দীতে আমাদের সুকুমার রায়কে খুব প্রয়োজন। বিশেষ করে যখন আমরা ক্রমশ হাসতে ভুলে যাচ্ছি। বর্তমানে কার্টুন বা ব্যঙ্গাত্মক ছবির দেখা মেলা দুস্কর। তাই আমি চেষ্টা করেছি সুকুমার রায়ের চিত্রগুলোকে নতুন আঙ্গিকে তুলে ধরার।
তিনি বলেন, বর্তমান প্রজন্ম হাস্যরস জানে না। এর বদলে তারা মুখ গুঁজে থাকে মুঠোফোনে। পড়ার বা জানার আগ্রহ তাদের নেই। মায়েরা তাদের শিশুদের মোবাইল হাতে দিয়ে খাবার খাওয়ায়। বাচ্চারা জানেই না তারা কী খাচ্ছে। এইসব ব্যপারে সচেতনায় ও মস্তিস্কের বিকাশের জন্য সুকুমার রায়কে জানা প্রয়োজন।
এসজে/আরইউ