নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ৪ গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এতে আরও ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ অক্টোরর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উপজেলার চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া চলে যায়।
পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাসকে সিগনাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। ময়
নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রীর মারা যায়।
সময় জার্নাল/এলআর