স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। দ্বিতীয় জয়ের খোঁজেও আছে তারা। আজ আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দৌঁড়ে এগিয়ে থাকতে চায় এক পা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গড়াবে খেলা, ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
প্রথম ম্যাচে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। বিপরীতে প্রতিপক্ষ তুলনামূলক সহজ আফগানিস্তান। প্রথম ম্যাচে যারা উড়ে গেছে বাংলাদেশের কাছে। তবে শেষ চেষ্টা করবে রাশিদ খানরাও। চমক দেখিয়ে আদায় করে নিত্র চাইবে দুই পয়েন্ট।
ইতোমধ্যে হয়েছে টস। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির।
কোনো পরিবর্তন নেই আফগান একাদশে। সর্বশক্তিতে ভারতকে আক্রমণ করতে চায় তারা। বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে কার্পণ্য দেখায়নি ভারতও। তবে একাদশে আছে পরিবর্তন, রবিচন্দ্রন আশ্বিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শার্দুল ঠাকুর।
ভারত একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিল পান্ডিয়া, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, রবিন্দ্র জাদেযা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, নাভিন উল হক, রাশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।
সময় জার্নাল/এলআর