ডা. আহমেদ জোবায়ের :
আমাদের দেশে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে যেই অমানুষিক নির্যাতন করে তা দেখেও আমাদের সুশীল সমাজ চুপ করে থাকেন।
সুশীলরা ভাবেন আমাদেরকে তো পিটায়ে হাড্ডি ভেঙে দিচ্ছেনা,নখ উপড়ে ফেলছেনা,ডিম থেরাপি দিচ্ছেনা।ইলেক্ট্রিক শক দিচ্ছেনা।
তাদের বিরোধীদের এমন মাইর প্রাপ্য ভেবে তারা নিশ্চিন্ত থাকেন।
সুশীলরা তাদের মতের বিরুদ্ধ কাউকে আটক করলে বলেন তাকে উটের ডিম থেরাপি দেওয়া হউক।
রিমান্ডে নিয়ে কাউকে আঘাতের পর আঘাতে মেরে ফেললেও তারা চুপটি মেরে থাকেন।
আইন ও আদালতের তোয়াক্কা তাদের নেই।
আইনের শাসনের বুলি শুধু মুখে মুখেই।
বাস্তবে তাদের ভেতর রাক্ষসের বসবাস দেখবেন নিয়মিত।
তাদের মানবতা সিলেক্টিভ।
তাদের আইনের শাসনের কথা শুধু স্বগোত্রীয়দের জন্য।
তারা ইনিয়েবিনিয়ে যদিও প্রতিবাদ করেন তবে দুই কুল রক্ষা করে তা করেন।
অথচ তারাই নিজেদের প্রগতিশীল, মানবতাবাদী ও আধুনিক মানুষ ভাবেন।
পুলিশ রিমান্ডে নেওয়ার পর মানুষ কেন অসুস্থ হয়ে যান?
একজন সুস্থ মানুষকে রিমান্ডে নেওয়ার পর তিনি কেন হুইল চেয়ারে বন্দি হয়ে যান?
কেন মেরুদণ্ড পিটিয়ে ভেঙে ফেলা হয়?
এমন বর্বরতার শেষ কোথায়?
আজকে হেফাজতের একজন নেতাকে রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
হেফাজতের নেতার দেশবিরোধী অপকর্মের বিচার হওয়ার আগেই যদি রিমান্ডে পিটিয়ে আধমরা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়,তবে এটা কি আরেকটা বিচারবহির্ভূত হত্যা নয়??
হেফাজত এর অন্যায়ের বিচার হউক।
কিন্ত এভাবে রিমান্ডে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি সমীচীন?
হেফাজতের লোকেরা আমাদের দেশের নাগরিক।
এই দেশের জমিনে আলো বাতাসে তাদের সমান হিস্যা আছে।
তাদেরকে রাজনৈতিক ও আইনীভাবে মুকাবিলা করা যায়।
তাদের অপকর্মের বিচার করা যায়।
কিন্ত তাদেরকে রিমান্ডের নামে পিটিয়ে মেরে ফেলাকে সাপোর্ট করা যায়না।
আইন সবার জন্য সমান।
আইনের শাসন আজকে যারা আইন প্রয়োগে ক্ষমতাবান তাদের সুরক্ষার জন্যই সমান রাখা জরুরী।
বিচার বহির্ভূত হত্যাকান্ড আমি কখনো সমর্থন করিনা।
রোজিনা ইসলামকে আটক করলে প্রতিবাদ করবেন, মোশতাককে মেরে ফেললে প্রতিবাদে ফেটে পড়বেন।
আবার হেফাজতের নেতাকে রিমান্ডে নিয়ে পিটিয়ে আধমরা করে হাসপাতালে পাঠানোর পর মারা গেলে চুপটি থাকবেন- এমন ভন্ড সুশীলতাকে চিরদিন ঘৃণা করবো।
আমাদের দেশে কারাবন্দী সব মানুষ ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেন?
কি অদ্ভুত আমাদের বিচার।
কি অদ্ভুত আমাদের মানবতা।
কি অদ্ভুত আমাদের সুশীলতা।