ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট:
ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে গাজাসহ ফিলিস্তিনিদের উপর 'হামলা' বন্ধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)।
বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফ্রন্টের নেতারা এই দাবি জানান।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, 'ফিলিস্তিনের মানুষ আজ পঁচাত্তর বছর ধরে লড়াই করছে স্বাধীন ভুখন্ডকে রক্ষা করার জন্য। সেই জনতার সাথে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বাত্মকভাবে সংহতি জ্ঞাপন করি।'
তিনি আরও বলেন, 'ইসরায়েলকে বছরের পর বছর ধরে প্রতিষ্ঠা করেছে মার্কিন সাম্রাজ্যবাদ। যুক্তরাষ্ট্র ধর্ম-বর্ণকে কেন্দ্র করে, তেল সম্পদকে কেন্দ্র করে দেশে দেশে যুদ্ধ বাধিয়ে দিচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পর সকল সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থানের কথা থাকলেও ফিলিস্তিনের উপর ইসরায়েলের দখলদারিত্ব ও নিষ্ঠুরতাকে কেন্দ্র করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি এসেছে যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পক্ষকেই সংযত হতে বলা হয়েছে।' বাংলাদেশের সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে দাবি করে তিনি এই বিবৃতি প্রত্যাখ্যান করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাসদের সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাসসহ প্রমুখ।
এমআই